অবশেষে গাজাবাসীদের জন্য একটা সুখবর

গাজাবাসীদের জন্য একটা সুখবর
গাজাবাসীদের জন্য একটা সুখবর  © সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক সাবিনা আহমেদ বলেছেন, অবশেষে গাজাবাসীদের জন্য একটা সুখবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তিচুক্তির প্রথম ধাপে হামাস ও ইসরায়েল উভয় পক্ষ সম্মত হয়েছে। ট্রাম্প নিজেই এই ঘোষণা দিয়েছেন এবং দুই পক্ষই তা নিশ্চিত করেছে। প্রথম ধাপের আনুষ্ঠানিক স্বাক্ষর খুব শিগগিরই, সম্ভবত শুক্রবারই মিশরে অনুষ্ঠিত হতে পারে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

সাবিনা আহমেদ লেখেন, ট্রাম্পের ২০ পয়েন্টের পিস প্ল্যানের চুক্তিটি তিনটি ধাপে বিভক্ত, যার প্রথম ধাপের জন্য হামাস আর ইজরায়েল উভয় পক্ষ সম্মত হয়েছে। প্রথম ধাপের সম্মতির কথা আজ ঘোষণা করেছে ট্রাম্প, এবং হামাস আর ইজরায়েল উভয়েই নিশ্চিত করেছে। এই প্রথম ধাপের  আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে কাল বা শীঘ্রই,  মিশরে।

‘প্রথম ধাপটি মূলত যুদ্ধবিরতি (সিজফায়ার) শুরু করতে যাচ্ছে , সাথে থাকছে  জিম্মি মুক্তি, ট্রেন  বিতরণ,  এবং পূর্ব নির্ধারিত লাইন পর্যন্ত ইজরায়েলি সেনা প্রত্যাহার।’

সাবিনা আহমেদ তার স্ট্যাটাসে বলেন, এ ধাপ বা ফেইজ চলবে ৬ সপ্তাহ ধরে, এবং এর মধ্যে নিম্নলিখিতগুলো হবে:

১) হামাস সব অবশিষ্ট জিম্মি (প্রায় ৫০ জন, জীবিত এবং মৃত উভয়) মুক্তি দেবে। এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রক্রিয়া চালু হতে পারে।
২) জিম্মিদের বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দেবে। হামাস ইতিমধ্যে একটি তালিকা দিয়েছে। 
৩) ইসরায়েল তাদের সেনা গাজা থেকে একটি সম্মত লাইনে (অ্যাগ্রিড লাইন) সরিয়ে নেবে। কিপ ইন মাইন্ড, এটি আংশিক প্রত্যাহার, পুরো গাজা থেকে নয়। 
৪) উভয় পক্ষ আক্রমণ বন্ধ করবে, এবং এটি মেনে চললে যুদ্ধ পুনরায় শুরু হবে না। 
৫) গাজায় সাহায্য তথা ত্রাণ প্রবাহ বাড়ানো হবে, এবং পণ্য প্রবেশর জন্য রাফা সহ আরও কিছু ক্রসিং খুলে দেয়া হবে । 

তিনি বলেন, এ ধাপটি সফল হলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে গাজার শাসন, পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হবে। চুক্তিটি মিডিয়েট করেছে কাতার, তুরস্ক, আমেরিকা, আর ইজিপ্ট। আর এ ফেইজ এর যুদ্ধ বিরতি যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক দ্বারা গ্যারান্টিড।

তিনি সবার উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, শোনা যাচ্ছে ট্রাম্প নিজেও ইজিপ্টের উপস্থিত থাকবেন চুক্তি সাক্ষরের জন্য। সবাই দোয়া করেন এবার যেন যুদ্ধটা থামে।


সর্বশেষ সংবাদ