রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ কোরো না

১১ জুলাই ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৮:০৬ PM
আল আমিন সিকদার শিহাব

আল আমিন সিকদার শিহাব © সংগৃহীত

সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। এবারের ফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির হার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক শিক্ষার্থী অল্পের জন্য কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। কেউ পেয়েছে গোল্ডেন এ প্লাস, কেউবা পাস করেছে টেনেটুনে। কেউ আবার ফেলও করেছে। ফলে অনেকের মনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জিপিএ-৫ না পেলেও কেউ জীবনে সফল হতে পারবে না এই ধারণা ভুল। আমাদের আশপাশে এমন বহু উদাহরণ আছে, যারা মাধ্যমিকে কাঙ্ক্ষিত ফল পাননি, কিন্তু পরবর্তীতে কঠোর পরিশ্রম ও মনোবল দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।’

শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আল আমিন সিকদার শিহাব।

তিনি বলেন, একটা পরীক্ষার ফলাফল কখনোই তোমার সম্পূর্ণ মূল্যায়ন হতে পারে না। জীবনের পথটা বহু বাঁকে গড়া। স্কুলের পরীক্ষায় একটা নম্বর কম পাওয়া বা ফেল করা মানেই জীবন শেষ এ ধারণা সম্পূর্ণ ভুল। আমরা অনেক সময় ভুলে যাই, মানুষের জীবনে সফলতা মানে শুধু পরীক্ষার ফল না। সফলতা মানে নিজের লক্ষ্যকে খুঁজে পাওয়া, সেই লক্ষ্যকে ভালোবেসে কঠোর পরিশ্রম করে পৌঁছানো। তুমি হয়তো আজ এ প্লাস পাওনি, হয়তো ফেল করেছো। কিন্তু তাতে কিছু যায় আসে না, যদি তুমি এখন থেকেই ঠিক করো ‘আমি থামবো না, আমি আবার শুরু করবো।’

আল আমিন সিকদার শিহাব বলেন, প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা। কেউ হয়তো ছোটবেলাতেই তার প্রতিভার প্রকাশ ঘটায়, কেউ আবার একটু দেরিতে খুঁজে পায় নিজের জায়গা। তবে একটা সত্যি কথা হলো যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করো, তাহলে কোনো রেজাল্টই তোমাকে আটকে রাখতে পারবে না। বিশ্বজুড়ে হাজারো সফল মানুষের গল্পে একটা বিষয় মিলবে তারা সবাই জীবনে কখনো না কখনো ব্যর্থ হয়েছে। কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, কেউবা ব্যবসায়। কিন্তু তারা কেউই থামেনি। তারা আবার দাঁড়িয়েছে, আবার লড়েছে, আবার জিতেছে। সফলতা কখনোই সোজা পথে আসে না, সেটা গড়ে নিতে হয়।

তিনি আরো বলেন, আজ যদি তোমার ফল খারাপ হয়েও থাকে, কাঁদো, স্বাভাবিক। হতাশাও হও, মানুষই তো। কিন্তু দয়া করে হাল ছেড়ো না। জীবনে যে কেউ হেরে যেতে পারে, কিন্তু কেউ যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখে, সে একদিন ঠিকই জয়ী হয়। পরিবার, সমাজ, বন্ধু অনেকেই হয়তো আজ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কষ্ট দেবে। কিন্তু মনে রেখো, তোমার গল্পটা তুমি লিখবে, তারা নয়। তুমি যদি চাও, আজকের এই ব্যর্থতাই হতে পারে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। শেষ কথাটা আবার বলি ‘রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ কোরো না।’ আজ থেকেই নতুন করে শুরু করো, তোমার নিজের গল্প লেখা।

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, দুর্দান্ত হৃদয়ে ভেস্তে গেল নবিপুত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, আবেদন শেষ ১৫…
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে ফিলিং স্টেশনের কর্মচারী হত্যার প্রতিবাদে মানববন্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পদবী বদলে ফেললেন রোজা আহমেদ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত প্রার্থীর আপিল, আরও এক বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9