রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে  © সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫০ জন রোগী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২০ সোমবার) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক

হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পর জানানো যাবে।

তিনি আরও জানান, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট সাতটি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন। ওই তলার রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও পড়ুন: মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছাল

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সূত্র থেকে জানা গেছে, সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী ও স্বজনরা আহত হয়েছেন।

উল্লেখ্য, রংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসটি বাংলাদেশের রংপুরের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। কলেজটি রাজশাহী থেকে ২১০ কিলোমিটার ও ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। কলেজটি আন্তঃদেশীয়(ভারত-নেপাল) মহাসড়কের পাশে অবস্থিত।

আরও পড়ুন: জামিন পেলেন ক্রিকেটার নাসির

আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের গভর্নর জেনারেল মোনায়েম খান, পূর্ব পাকিস্তানে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয়।


সর্বশেষ সংবাদ