কাল খুলছে মেডিকেলসহ সব চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩১ PM
করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা দেশের সব ধরণের মেডিকেল ও ডেন্টাল কলেজসহ সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে খুলছে আগামীকাল সোমবার (১৩ সেপ্টেম্বর)। এসব প্রতিষ্ঠান খোলা নিয়ে গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
এদিকে, গত ৮ সেপ্টেম্বর চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালু নিয়ে একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত ওই নির্দেশনা উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় আগামী ১৩ তারিখ থেকে সরকারি/বেসরকারি সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ক্লাস সশরীরে শুরু করার সিদ্ধান্ত হয়।
সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে যেসব নির্দেশনাসমূহ প্রতিপালন করতে হবে-
ক) স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী হোস্টেল (প্রযোজ্য ক্ষেত্রে) ক্লাস শুরুর ৩ দিন পূর্বে খুলে দিতে হবে;
খ) সশরীরে ক্লাস পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;
গ) শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যবিধির উপকরণসমূহ সহজলভ্যের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;
ঘ) ক্লাস শুরু করার ক্ষেত্রে শুরুতে ক্লাসের সংখ্যা ও সময় কম রাখা যেতে পারে;
ঙ) সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনে ক্লাস চলমান থাকবে;
চ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেল কলেজ ও অন্যান্য চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বে একটি গাইডলাইন পুস্তিকা আকারে প্রস্তুত করে সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করবেন;
ছ) অধ্যক্ষগণ সশরীরে ক্লাস পরিচালনা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। এক মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে অন্যান্য সেশনের ক্লাস শুরুর বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত গৃহীত হবে।