করোনায় মৃত নারীর মরদেহ নিতে আসেনি কেউ

০৮ জুলাই ২০২১, ১০:১৮ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ © ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক গৃহবধু মারা গেছেন। বুধবার গভীর রাত ১টার দিকে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে, তার মৃত্যুর পর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ নিতে আসেননি স্বামী বা স্বজনরা।

পুলিশ জানিয়েছে, দু’দিন আগে স্বামী পরিচয়ে একজন তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে ওই ব্যক্তি অথবা নারীর অন্য কোনো অভিভাবকের হদিস পাওয়া যায়নি। এমনকি মৃত্যুর বিষয়টিও তার স্বজনদের জানানো যায়নি।

মৃত রোগীর নাম আসমা আক্তার (৩৮)। হাসপাতালে ভর্তির সময় রেকর্ডে স্বামীর নাম মোজাম্মেল হোসেন ও নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌলভীপাড়ায় ঠিকানা লেখা আছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আসমা নামে এক করোনা আক্রান্ত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্বামীর সাথে যোগাযোগের জন্য অনেকবার তার মোবাইলে ফোন করেও তা বন্ধ পাওয়া গেছে। আসমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ অবস্থায় আসমার মরদেহ পুলিশ বেওয়ারিশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটি সংগঠনের কাছে হস্তান্তর করেছে।

সংগঠনের স্বেচ্ছাসেবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফুল ইসলাম বলেন, ‘ডেথ সার্টিফিকেটসহ লাশ আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা চমেক হাসপাতালের মসজিদে লাশের গোসল করিয়ে জানাজা শেষে নগরীর আরেফিন নগর কবরস্থানে দাফন করব।’

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬