ঢামেকে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৯ PM
মতবিনিময় সভায় বক্তারা

মতবিনিময় সভায় বক্তারা © সংগৃহীত

বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) গণসচেতনতামূলক র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টায় মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

এ সময় বক্তারা মেরুদণ্ডের রোগ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশের একটি বড় অংশ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন। এর প্রধান কারণ হল এক্সিডেন্টাল ইনজুরি, ভুল ভঙ্গিমায় বসা, শারীরিক পরিশ্রমের অভাব এবং দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটার ব্যবহার।

তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ মেরুদণ্ডের সমস্যার আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারে দেশে অগ্রণী ভূমিকা পালন করছে। গত ১২ মাসে এই বিভাগে ২ হাজার তিনশর বেশি মেরুদণ্ডের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে ডিস্ক প্রোলাপ্স, স্পাইনাল টিউমার, ট্রমা, স্পাইনাল ইনস্ট্রুমেন্টেশন ও জটিল ডিফরমিটি সংশোধনমূলক অস্ত্রোপচার রয়েছে।

বক্তারা আরও বলেন, বিশ্ব মেরুদণ্ড দিবস পালন করার মূল উদ্দেশ্য হল জনসচেতনতা বৃদ্ধি, যাতে মানুষ নিয়মিত শরীরচর্চা, সঠিক ভঙ্গিমায় বসা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে তাদের মেরুদণ্ডকে সুস্থ রাখতে পারেন।

সভায় নিউরোসার্জারি বিভাগের শিক্ষক, রেসিডেন্ট, মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক লিফলেট, টি শার্ট এবং ক্যাপ বিতরণ এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9