বিশ্ব কিডনি দিবসে বিইউএইচএস ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৪, ০৪:৫৫ PM
‘বিশ্ব কিডনি দিবস ২০২৪’ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ও কিডনি ডিজিস রিসার্চ গ্রুপ-এর যৌথ উদ্যেগে সচেতনতামূলক র্যালি ও দিনব্যাপি কিডনি রোগ নিরূপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিইউএইচএস এর উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিইউএইচএস-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান, পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন এবং কেডিআরজি এর সমন্বয়কারী কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মাসুদ ইকবাল। উক্ত কর্মসূচিতে বিইউএইচএস এর প্রায় শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
তাদের কিডনি রোগের উপসর্গ অনুসন্ধানের জন্য রক্ত ও প্রসাবের নমুনা সংগ্রহ করা হয়। এবারের কিডনি দিবসের মূল প্রতিপাদ্য ছিল “সুস্থ কিডনি সবার জন্য-প্রয়োজন যত্ন এবং সর্বোত্তম চিকিৎসা সেবায় সকলের ন্যায় সঙ্গত অধিকার”। আগামীতে ২০০০ তরুণ শিক্ষার্থীর কিডনি রোগের নির্ণয়ের জন্য গবেষনা পরিচালিত হবে। আজকের কর্মসূচীর উপজীব্য ছিল “তরুণদের মাঝে কিডনি রোগের ঝুঁকি নির্ণয়”।