বেসরকারি ডেন্টালে ভর্তি খরচ ৮ লাখ টাকা পর্যন্ত কমতে যাচ্ছে
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ AM
দেশের বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি ৮ লাখ টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অনুমোদন পেলে আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এটি বাস্তবায়ন হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি ফি ছিল ১৯ লাখ ৪৪ হাজার টাকা। আবেদন ফি বেশি হওয়ায় অনেক বেসরকারি ডেন্টাল কলেজ শিক্ষার্থী পায়নি। অধিক সংখ্যক শিক্ষার্থীকে ডেন্টালে ভর্তি করানোর উদ্দেশ্যে ভর্তি ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ওই সূত্র আরও জানায়, মূলত ‘বেসরকারি ডেন্টাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন’ ভর্তি ফি কমানোর প্রস্তাব করেছে। প্রস্তাবনা অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ডেন্টালে ভর্তি ফি ১১ লাখ টাকা করার কথা বলা হয়েছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা. এ এফ এম শহীদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি ৮ লাখ ৪৪ হাজার টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে ডেন্টালে ভর্তি হতে একজন শিক্ষার্থীর খরচ পড়বে ১১ লাখ টাকা। আমরা বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছি।’
দেশে বর্তমানে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ভর্তি ফি কমানোয় শিক্ষার্থী ভর্তির আরও হার বাড়বে। মধ্যবিত্তরাও চিকিৎসা বিষয়ে পড়ালেখার সুযোগ পাবেন।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি বেশি হওয়ায় শিক্ষার্থীরা এখানে পড়ার আগ্রহ দেখান না। বিষয়টি অনুধাবন করে ডেন্টালে ভর্তি ফি কমানোর প্রস্তাব করা হয়েছে। ভর্তি ফি কমলে অনেক শিক্ষার্থী বেসরকারি ডেন্টালে পড়ার আগ্রহ দেখাবে।’
তিনি আরও বলেন, ‘শুধু ভর্তি ফি কমালেই হবে না। মানসম্মত শিক্ষাও নিশ্চিত করতে হবে। আপনি ভর্তি ফি কমালেন তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেন না তাহলে চলবে না। দুটোই নিশ্চিত করতে হবে। শিক্ষার মানের সঙ্গে আপোস করলে এটি চিকিৎসা পেশার জন্য খারাপ হবে। দেশের মানুষ সঠিক চিকিৎসা পাবে না বলেও জানান তিনি।’