গবেষণায় চুরি ধরার সফটওয়্যার চালু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

প্লেজিয়ারিজম সফটওয়্যার চেকার স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান
প্লেজিয়ারিজম সফটওয়্যার চেকার স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান  © সংগৃহীত

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার মান বাড়াতে ও মৌলিকত্ব বজায় রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধ করার জন্য প্লেজারিজম সফটওয়্যার চেকার চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের জমা দেওয়া বিভিন্ন আর্টিক্যাল, গবেষণাপত্র, থিথিস ইত্যাদি তাৎক্ষণিকভাবে লক্ষাধিক জার্নালের লাইব্রেরিতে প্রবেশ করে চেক করবে সেটি কপি করা হয়েছে কিনা।

আজ রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্লেজিয়ারিজম সফটওয়্যার চেকার স্থাপনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালিয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউ জানায়, পার্শ্ববর্তী দেশ ভারতের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের প্লেজিয়ারিজম ব্যবহৃত হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও একই রকম প্লেজিয়ারিজম অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তাদের থিথিসের যে সফট কপি জমা দেবেন তা প্লেজিয়ারিজম চেকার ব্যবহার করে পরীক্ষা করা হবে। ওই পরীক্ষার তাদের জমা দেওয়া থিথিসের মান নিশ্চিত হলেই তারা পরীক্ষা দিতে পারবেন। প্লেজিয়ারিজম চেকারের চর্চা গবেষণার মান ও গ্রহণ যোগ্যতা বৃদ্ধি এবং গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে।

প্রসঙ্গত, বিএসএমএমইউতে চালুকৃত এ সফটওয়্যার ব্যবহারের জন্য গবেষকদের একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। সফটওয়্যারের গবেষণা বা থিসিস আপলোড করার পর কয়েক মিনিটের মধ্যে কতটুকু, কোন জায়গা থেকে গবেষণায় কপি করা হয়ে থাকলে তা রেফারেন্সসহ ফলাফল আকারে প্রকাশ করবে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের কোনও প্রতিষ্ঠান গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে এত বড় সাহস দেখায়নি। এ উদ্যোগের ফলে এই বিশ্ববিদ্যালয়ে লেভেল অব এক্টিভিটি, লেভেল অব রিসার্চ স্টান্ডার্ড হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সামনের দিকে অগ্রসর হচ্ছে। গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে গবেষকদের অনুপ্রেরণা দেওয়াসহ আগহী করার জন্য থিসিস অ্যাওয়ার্ড, গবেষণা অ্যাওয়ার্ড প্রচলন করা হয়েছে। গবেষণার অনুদানের পরিমাণ অনেক গুণ বাড়ানো হয়েছে। মানসম্পন্ন গবেষণা নিশ্চিত করতে ও চৌর্যবৃদ্ধির ঠেকাতে এ সফটওয়্যার বেশ কার্যকর হবে। কোনও গবেষক এখন আর্টিকেল জমা দিলে তা বার বার চেক করে দেবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence