বেসরকারি মেডিকেলে শূন্য আসনের তালিকা প্রকাশ

মেডিকেল শিক্ষার্থী
মেডিকেল শিক্ষার্থী   © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ করতে বলা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন শেষে মেডিকেল কলেজগুলোর শূন্য আসনের তালিকা প্রকাশ করা হলো। অনলাইনে আবেদনের প্রেক্ষিতে উক্ত শূন্য আসনে মেধা ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় ওই আসনে অনলাইনে আবেদন অনুযায়ী অন্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

শূন্য আসনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ