সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
সিলেটের সুরমা উপজেলায় ৮০ একরের স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। দুই হাজার ৩৬ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশের চতুর্থ এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় ৮০ দশমিক ৩১ একর ভূমি অধিগ্রহণ ও ক্রয় করা হবে। নির্মাণ করা হবে ভূমি উন্নয়নসহ ২টি আবাসিক ও ১০টি অনাবাসিক ভবন। সঙ্গে থাকবে এক হাজার শয্যার হাসপাতাল।
আরো পড়ুন: রাবিতে হলের ব্লক দখল করে রাজনীতি, নীরবে চলছে সিট বাণিজ্য
এর আগে, গত ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদ সভায় সরকার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ কয়েকটি সংশোধনী আনতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।
এই আইন পাস হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’। ওইদিন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন এ সব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের আইন অনুযায়ী সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় দেড় কোটির বেশি মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে।