চিকিৎসকদের উপর হামলা ঠিক হয়নি: বিএসএমএমইউ ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৪:০৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৩, ০৪:০৩ PM
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করা ঠিক হয়নি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
জানা গেছে, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে রবিবার দুপুরে বিএসএমএমইউএর বটতলাতে সমবেত হওয়ার পর বিএসএমএমইউর মূল ফটক দিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করলে গেট আটকে দেয় পুলিশ। পরে ৫ নম্বর গেট দিয়ে বের হতে চাইলে সেখানে চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করা হয়।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যারা আন্দোলন করছে তারা আমাদের সন্তানের মতো। তাদের ওপর হামলার কথা শুনেছি। যদি লাঠিচার্জ হয়ে থাকে তাহলে বিষয়টি ঠিক হয়নি।
ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি প্রসঙ্গে বিএসএমএমইউ ভিসি বলেন, তাদের দাবির বিষয়টি আমি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সাথে আলোচনা করেছি। চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করতে হলে অনেকগুলো বিষয় দেখতে হবে। টাকাগুলো কোন খাত থেকে আসবে সেটিও দেখতে হবে। সবকিছু দেখে তবেই সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, আমি চিকিৎসকদের কাছে সাতদিনের সময় চেয়েছি। আশা করছি এই সাতদিনের মধ্যে তাদের একটি সুখবর দিতে পারব।