আন্দোলনরত চিকিৎসকদের ওপর লাঠিচার্জের অভিযোগ

শাহবাগে চিকিৎসকদের অবস্থান চলছে
শাহবাগে চিকিৎসকদের অবস্থান চলছে  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেয়ে পুনরায় আন্দোলন শুরু করা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। 

রবিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ ঘটনা ঘটে।

 জানা গেছে, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে দুপুরে বিএসএমএমইউএর বটতলাতে সমবেত হওয়ার পর বিএসএমএমইউর মূল ফটক দিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করলে গেট আটকে দেয় পুলিশ। পরে ৫ নম্বর গেট দিয়ে বের হতে চাইলে সেখানে চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করা হয়।

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ বলেন, আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করতে যাই, তখন আমাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

ডা. সোহাগ আরও বলেন, আমরা শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence