মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ নিয়ে যা জানা গেল

০৬ জুন ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM

© ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১০ জুলাই শেষ হবে। এরপর মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন আজ মঙ্গলবার (৬ জুন) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১০ জুলাই এমবিবিএস ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপর বেসরকারি মেডিকেলগুলোর প্রস্তুতির বিষয়ও আছে। সবমিলিয়ে আশা করছি, ১৫ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু হবে।

এদিকে আজ বেসরকারি মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভৰ্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী, অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে।

আরো পড়ুন: বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন পুরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি ১ হাজার (৯০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইন আবেদন শুরুর তারিখ ৬ জুন। ১০ জুনের মধ্যে অনলাইন আবেদন শেষ  করতে হবে। আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১১ জুন।প্রাথমিক নির্বাচনের এসএমএস প্রদানের তারিখ ১৩ জুন। ১৮ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় নির্বাচনের এসএমএস প্রদানের তারিখ ২০ জুন। দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২৫ জুন। ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে ২৭ জুন।

বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই। ৯ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। যদিও আগামী ১০ জুলাই থেকে ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে আরও পরে ক্লাস শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬