নদীর স্রোতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৬:৫২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২১, ০৬:৫২ PM
ময়মনসিংহের সুতিয়া নদীতে মাছ ধরতে গিয়ে আহাদ মিয়া (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার গফরগাঁওয়ের ওই নদীতে স্রোতের টানে ডুবে তার মৃত্যু হয়। পরে ঘটনার ৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শুক্রবার (০৬ আগষ্ট) সকালে উপজেলার যশরা ইউনিয়নের সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া উপজেলার যশরা গ্রামের রইছউদ্দিনের ছেলে ও স্থানীয় একটি হাফেজি মাদ্রাসাছাত্র ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে আহাদ মিয়া সুতিয়া নদীর শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন ব্রিজের নিচে ঠেলা জাল দিয়ে মাছ ধরার সময় স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নদীর অপর পারের লোকজন এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন।
পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও আহাদের সন্ধান পায়নি। এ খবরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় বহু খোঁজাখুঁজি করে প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলের ৭০ ফুট ভাটি থেকে আহাদের লাশ উদ্ধার করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’