স্কুলশিক্ষক দিয়ে মাদ্রাসার খাতা দেখার সুপারিশ বাতিল দাবি

১২ মার্চ ২০২১, ১২:৫৩ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন © সংগৃহীত

দাখিল পরীক্ষার তিন বিষয়ের খাতা স্কুলের শিক্ষকদের দিয়ে মূল্যায়নের সুপারিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মুহম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোস্তফা আল মুজাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল কাদির, মুহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।

মানববন্ধনে মুহম্মদ জহিরুল ইসলামে বলেন, মাদ্রাসার শিক্ষকরা যথাযথ প্রক্রিয়ায় অন্যান্য শিক্ষকদের মতোই নিয়োগপ্রাপ্ত। যথেষ্ট যোগ্য। এরপরেও মাদ্রাসার খাতা অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়নের অর্থ তাদের তাচ্ছিল্য করা।

তিনি বলেন, এসব চিন্তাভাবনা বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরির মাধ্যমে পিটিআই, বিএড, এমএড করার মতো ব্যবস্থা করুন।

এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ দাখিল পরীক্ষার তিন বিষয়ের খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে দেখানোর প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, আমরা মাদ্রাসার পেছনে অনেক টাকা খরচ করি। তবে তারা জাতীয় ক্ষেত্রে তেমন কোনো অবদান রাখতে পারছে না। সেজন্য মাদ্রাসার দাখিল শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে দেখানোর প্রস্তাব করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬