দাখিলে বৃত্তিপ্রাপ্তদের গেজেট প্রকাশ ২৭ আগস্টের মধ্যে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১০:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২০, ১০:৩৭ AM
২০১৯ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের ৬০০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৭৫০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এভাবেই বৃত্তির কোটা নির্ধারণ করা হয়। সেইসাথে আগামী ২৭ আগস্টের মধ্যে দাখিলে বৃত্তির গেজেট প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি দেয়া হবে ৬০০ শিক্ষার্থীকে আর সাধারণ বৃত্তি দেয়া হবে ৭৫০ জন শিক্ষার্থীকে। দাখিল পরীক্ষার ফলে ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। বার্ষিক এককালীন দেয়া হবে এক হাজার ৫০ টাকা।
এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃত্তির কোটা বণ্টন করে মাদরাসা শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। আগামী ২৭ আগস্টের মধ্যে দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের গেজেট প্রকাশ করতে বলা হয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডকে।