২ শিক্ষক গ্রেপ্তার

‘ধর্ষণের পর’ মাদ্রাসাছাত্রের মৃত্যু

২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ PM

© ফাইল ফটো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘ধর্ষণের পর’ মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় তার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চরভদ্রাসন উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গী এলাকার জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মোতাসিন বিল্লা (২৪) ও আসাদুজ্জামান মিয়া (৩০)।

নিহত আব্দুর রহমান (৮) ওই মাদ্রাসার মক্তব শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার সকাল ৮টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক ওয়াহিদুজ্জামান তখন বলেছিলেন, তার শরীরে প্রাথমিকভাবে যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় রহমানের বাবা আব্দুস সোবাহান বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ধর্ষণসহ হত্যার অভিযোগে মামলা করেন চরভদ্রাসন থানায়।

চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বলেন, সন্দেহভাজন দুই শিক্ষককে গ্রেপ্তার করে ফরিদুপরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে আবেদন করা হবে।

গানম্যান চাইলেন হান্নান মাসউদসহ দুই প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬