দারুননাজাত মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩৮জন

  © টিডিসি ফটো

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা বিগত বছরের ন্যায় এবারও দাখিল পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়া ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৮ জন এবং ‘এ’ পেয়েছে ২৩৩ জন।

বিগত পরীক্ষাগুলোতেও এ মাদরাসা ফলাফলে শীর্ষে ছিল বলে জানা যায়।

মাদরাসার অধ্যক্ষ জনাব আলহাজ্জ মাও. আ.খ.ম.আবুবকর সিদ্দীক বলেন, দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।


সর্বশেষ সংবাদ