এমপিওভুক্তি পুনর্বহালের আবেদন মাদ্রাসার সহকারী অধ্যাপকের, শুনানিতে ডাকল অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

ঝিনাইদহের কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মোহা. মোজাম্মেল হক এমপিওভুক্তিতে পুনর্বহাল এবং  বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্তির আবেদন করেছেন। এ বিষয়ে সব কাগজপত্র যাচাই ও শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী সোমবার (৪ আগস্ট) এ শুনানি অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (খুলনা) ইবাদাৎ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলাধীন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহা. মোজাম্মেল হকের কর্তনকৃত নাম এমপিওভুক্তিতে পুনর্বহাল এবং বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্তির জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন।

আরও পড়ুন: প্রকৌশল পদ ও ‘বিসিএস ক্যাডার’ সমমানের পদোন্নতি নিয়ে সংকট বাড়ছে, বঞ্চিত দাবি দুই পক্ষেরই

এ অবস্থায় আবেদন নিষ্পত্তির লক্ষে তার নিয়োগপত্র, যোগদানপত্র, ইসলামি আরবি বিশ্ববিদ্যায় কর্তৃক বরখাস্তের চিঠি, চাকরি পুনর্বহালের আদেশপত্র, মাদ্রাসায় যোগদানের রেজুলেশনের মূলকপি এবং প্রয়োজনীয় অন্যান্য সকল কাগজ পত্রের মূলকপিসহ সংশ্লিষ্ট সবাই ৪ আগস্ট বেলা ২টায় সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এতে মাদ্রাসার সভাপতি বা অধ্যক্ষকেও থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ