ছাত্রাবাস নির্মাণসহ ৭ দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে মানববন্ধন  © সংগৃহীত

স্থায়ীভাবে আবাসন সঙ্কট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল  সাতে ১০ টায়  জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

তাদের দাবিগুলো হলো: শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা, স্থায়ীভাবে আবাসন সঙ্কট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ, প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত বিকল্প আবাসন ও ভর্তুকির ব্যবস্থা, ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী আদালত অবিলম্বে সরিয়ে নেওয়া, ঢাকা আলিয়া মাঠ উন্মুক্ত করে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ব্যবহারের উপযোগী করা, মাঠ ও স্থাপনা দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এসব দাবি বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ঘোষণা ও তা ছাত্রসমাজের সামনে উপস্থাপন।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছে। এই সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। ক্যাম্পাসের মূল্যবান মাঠ জুড়ে এখনো অস্থায়ী আদালত দখল করে আছে, যা ছাত্রদের চলাফেরার স্বাধীনতা ও ক্যাম্পাস পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে অস্থায়ী আদালত অপসারণ ও নতুন হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠন ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!