আগুনে পুড়ে যাওয়া মাদ্রারার ছাত্রাবাস © টিডিসি ফটো
ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসার ছাত্র হোস্টেলে আগুন লেগেছে। শনিবার রাতে সাড়ে আনুমানিক ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসার ছাত্র হোস্টেলে হঠাৎ আগুন ধরে যায়। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দাগনভূঞা ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী স্টেশন অফিসার কবির হোসেন জানান, আমরা মাদ্রাসার ছাত্র হোস্টেলে আগুন লাগার দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে তিনি জানান।