ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে তৈমুর রহমান (২৮) নামের ওই শিক্ষক নবনির্মিত দালান ঘরে বিদ্যুৎ চালিত পাম্প মেশিনের সাহায্যে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
জানা যায়, নিহত তৈমুর রহমান পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রনশিয়া গ্রামের আব্দুস সামাদ চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক।
স্থানীয় সাবেক চেয়ারম্যান খায়রুল আনাম চৌধুরী জানান, মঙ্গলবার নিজের নবনির্মিত দালানে পাম্প মেশিনের সাহায্যে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৈমুর। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বুধবার পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।