অষ্টম জাতীয় বেতন স্কেল পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

১১ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM
লোগো

লোগো © সংগৃহীত

অষ্টম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হলো দেশের ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের। এর আওতায় দেশের তিন হাজার ৪৩৩টি ইবতেদায়ি মাদ্রাসার ১৫ হাজার ২৪৩ জন শিক্ষক বেতন পাবেন।  আগামী বছরের জুলাই মাস থেকে এটি কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

জানা যায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বর্তমান ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা ২৫০০ টাকা বেতন পেলেও এই বেতন স্কেলে শিক্ষকরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ টাকা (১১তম গ্রেড)। অন্যদিকে সহকারী ও ক্বারী শিক্ষকরা ২৩০০ টাকার পরিবর্তে এই বেতন স্কেলে পাবেন ৯ হাজার ৩০০ টাকা (১৬তম গ্রেড)। বর্ধিত বেতন কার্যকর করতে সরকারের অতিরিক্ত ১৮৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হবে।  

তবে চলতি বাজেটে এ বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোনো বরাদ্দ নেই। আগামী বাজেট থেকে পুরোপুরি বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত চাকরিজীবীদের জীবনমানের উন্নয়ন করতে তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা অনুদান পাচ্ছেন। শুরুতে তারা ৫০০ টাকা করে পেতেন। ২০১৩ সালে অনুদান ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৭ সালে প্রধান শিক্ষকের ভাতা ২৫০০ টাকা এবং সহকারী ও ক্বারি শিক্ষকের ভাতা ২৩০০ টাকা নির্ধারণ করা হয়। চলতি বছর সালে তাদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হল।

রাবির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে যা বললেন আইসিটি সেন্টা…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা-১৯ আসনের এন…
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬