নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ PM
নিহত শাওন ও নয়ন

নিহত শাওন ও নয়ন © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইয়ারবাগ এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার ভোরে লাশ দুটি ভেসে উঠে।  এরপর এলাকার লোকজন পুকুর থেকে ওই শিশুর লাশ দুটি উদ্ধার করেন।  মৃত দুই শিশু হলো শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাবিব মিয়ার ছেলে শাওন (১০) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন (৭)।  শাওন পশ্চিম দেওভোগ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।  আর একই মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র নয়ন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।  সকালে ওই দুই শিশুর লাশ ভেসে উঠলে স্বজনেরা লাশ নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা যাওয়ার জন্য তারা দু’জন বাসা থেকে বের হয়। তারপর থেকে তারা নিখোঁজ থাকে।  আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।  শুক্রবার সকালে মসজিদের মাইকে পুকুর থেকে দুই শিশুর লাশ ভেসে ওঠার বিষয়টি ঘোষণা করা হলে খবর পেয়ে নিহতের স্বজনেরা তাদের লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।

শাওনের মা শান্তা বেগম বলেন, ‘শাওন সকালে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়ে জিজ্ঞেস করে মা রান্না হয় নাই। রান্না হলে আমাকে একটা বাজে ডাক দিও।  আমি এখন খেলতে যাই।  আমি শাওন বলে অনেক ডাকাডাকি করলেও ওর কোনো খোঁজ পাই নাই।  সকালে লোকজনের মুখে দুই শিশুর লাশ উদ্ধারের খবর শুনে গিয়ে দেখি আমার মানিকের লাশ পড়ে আছে।’

মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা-১৯ আসনের এন…
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬