গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ এক বছর পর অজ্ঞাত হিসেবে দাফন করা হচ্ছে আজ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় ব্যক্তির মরদেহ শনাক্ত হয়নি
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় ব্যক্তির মরদেহ শনাক্ত হয়নি  © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ছয় ব্যক্তির মরদেহ এক বছর পর আজ বৃহস্পতিবার দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। গত এক বছর ধরে এই ছয়টি মরদেহ পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এতদিনেও কেউ তাদের খোঁজ নিতে না আসায় ‘অজ্ঞাত’ হিসেবেই আজ তাদের দাফন করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার আওতাভুক্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। পরিচয় শনাক্তে নানা চেষ্টা চালানো হলেও ব্যর্থ হয়ে এক বছর পার হয়ে গেছে। এরপরই এগুলোকে ‘অজ্ঞাত’ মরদেহ হিসেবে বিবেচনা করে দাফনের উদ্যোগ নেওয়া হয়।

মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত হলে স্বজনদের জানানো সম্ভব হয়।

মরদেহ উত্তোলনের বিষয়ে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর। তিনি জানান, ‘জুলাই আন্দোলনের গুলিতে নিহত ছয়টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেলের মর্গে সংরক্ষিত আছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি। আগামীকাল (আজ) সকাল ১১টায় দাফনের জন্য মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো ফ্রিজিং করে রাখা হয়েছিল। তবে এতদিনেও কোনো স্বজন বা পরিচিত কেউ এগিয়ে না আসায় আইনানুযায়ী এগুলো দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ