৮৩৬ জুলাই শহীদের পেশাভিত্তিক তালিকা প্রকাশ, শীর্ষে শ্রমজীবী ৩৩%, ছাত্র ৩০%

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ PM
জুলাই অভ্যুত্থানে প্রাণ উৎসর্গ করা শহীদদের পেশাভিত্তিক তালিকা প্রকাশ

জুলাই অভ্যুত্থানে প্রাণ উৎসর্গ করা শহীদদের পেশাভিত্তিক তালিকা প্রকাশ © ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে প্রাণ উৎসর্গ করা শহীদদের পেশাভিত্তিক তালিকা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ফটোকার্ড প্রকাশ করেন, যেখানে গেজেটভুক্ত শহীদদের পেশাভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

সরকার চলতি বছরের জানুয়ারিতে জুলাই অভ্যুত্থান–২০২৪ এর শহীদ তালিকা গেজেট আকারে প্রকাশ করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত ওই গেজেটে শহীদের সংখ্যা প্রথমে ছিল ৮৪৪। পরে যাচাই–বাছাইয়ে অসংগতি শনাক্ত হওয়ায় বাদ দেওয়া হয় ৮ জনকে। হালনাগাদ গেজেট অনুযায়ী শহীদের চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জন।

প্রেস সচিবের প্রকাশিত পরিসংখ্যান বলছে, শহীদদের মধ্যে সর্বোচ্চ ছিলেন শ্রমজীবী মানুষ। মোট শহীদের ৩৩.২৫ শতাংশ। ২৭৮ জন শ্রমজীবী মানুষ জুলাই অভ্যুত্থানে প্রাণ দেন। তাদের মধ্যে ছিলেন দিনমজুর, রিকশা–ভ্যানচালক, সিএনজিচালিত অটোরিকশার চালক, ট্রাকচালক ও সহকারী, দোকানকর্মী, রেস্তোরাঁর কর্মী থেকে শুরু করে পোশাকশ্রমিকের মতো বিভিন্ন পেশার মানুষ।

দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা ছাত্র ২৫১ জন, যা মোটের ৩০.০২ শতাংশ। এরপর রয়েছেন চাকরিজীবী (অফিসার ক্যাটাগরি) ১৩৬ জন (১৬.২৭%), ব্যবসায়ী ১২৫ জন (১৪.৯৫), কর্মহীন বা বেকার ১১ জন (১.৩২%), গণমাধ্যমকর্মী ১০ জন (১.২০%) এবং প্রবাসী ৭ জন (.৮৪%)।

এ ছাড়া সরকারি চাকরিজীবী ৬ জন, শিক্ষক ৪ জন, আইনজীবী ২ জন, গৃহিনী ২ জন, চিকিৎসক ২ জন, বিয়ের কাজী ১ জন ও সোর্স হিসেবে তালিকাভুক্ত ১ জন শহীদ রয়েছেন।

মোট ৮৩৬ জনের এই পেশাভিত্তিক তালিকা জুলাই অভ্যুত্থানে কারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলেন তার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

ওকস-খালেদের আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড রংপুর
  • ২০ জানুয়ারি ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন ‘নারী ও শিশু মন্ত্রণ…
  • ২০ জানুয়ারি ২০২৬
শিক্ষার লক্ষ্য শুধু বই আর পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক গুণা…
  • ২০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা
  • ২০ জানুয়ারি ২০২৬
মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ, ক্লাস বন্ধ ও সংবর্ধনা নিয়ে …
  • ২০ জানুয়ারি ২০২৬
২ বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না, ডিএনসিসির ন…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9