ঢাবি থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা তাহসিনের গন্তব্য এখন হার্ভার্ড

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পাওয়া ঢাবি শিক্ষার্থী তাহসিন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পাওয়া ঢাবি শিক্ষার্থী তাহসিন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এ আর তাহসিন জাহান। সম্প্রতি তিনি বিভাগটি থেকে স্নাতকে ৪ এর মধ্যে ৩ দশমিক ৯৫ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন। স্নাতক শেষে বিশ্বের নামিদামি মোট ৫টি বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেলেও আগামী আগস্ট মাসে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন পাবলিক পলিসি (MPP) প্রোগ্রামে মাস্টার্স ডিগ্রি অধ্যয়ন করতে যাচ্ছেন। মঙ্গলবার (৩ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই এ বিষয়ে জানান। 

তাহসিন তার পোস্টে লেখেন, আগামী আগস্ট মাস থেকে আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন পাবলিক পলিসি (MPP) প্রোগ্রামে মাস্টার্স ডিগ্রি অধ্যয়ন করতে যাচ্ছি। যেসব বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্সে ভর্তি অফার পেয়েছি, সেগুলো হলো: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়–মাস্টার ইন পাবলিক পলিসি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে–মাস্টার অফ পাবলিক পলিসি, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়–মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ডাটা সায়েন্স কনসেন্ট্রেশন), সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (USC)–মাস্টার অফ পাবলিক পলিসি এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (UBC)–মাস্টার অফ আর্টস ইন ইকোনমিক্স। উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ থেকেই আমি সম্মানজনক স্কলারশিপ ও টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের প্রস্তাব পেয়েছি, এর মধ্যে রয়েছে ডিন’স মেরিট ফেলোশিপ এবং বিভাগীয় সর্বোচ্চ ফেলোশিপ।

আরও পড়ুন: ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে এমআইটি, হার্ভার্ডসহ যেসব জায়গায় যাবেন নটরডেম শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, হার্ভার্ড কেনেডি স্কুলে পড়াশোনার সময় আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এম আই টি-MIT) সহ হার্ভার্ড বিজনেস স্কুল (HBS), হার্ভার্ড ল স্কুল (HLS) এবং হার্ভার্ডের অন্যান্য শীর্ষ স্কুলের সাথে কোলাবরেশন ও কোর্সে অংশগ্রহণ করতে পারবো। আমি আমার হার্ভার্ড ব্যাচের অন্যতম কনিষ্ঠ সদস্য, যেখানে বিশ্বের ১২০টিরও বেশি দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক, নেতৃত্বদানকারী ও চিন্তাশীলরা একত্রিত হয়েছেন। হার্ভার্ড কেনেডি স্কুল সাধারণত সরাসরি স্নাতক পর্যায় থেকে শিক্ষার্থী ভর্তি করে না। তাই এই ব্যতিক্রমী সুযোগকে কাজে লাগিয়ে আমি বিশ্বজুড়ে জটিল ও সংকটপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার টেকসই সমাধান খোঁজার পথে এগিয়ে যেতে চাই।

 


সর্বশেষ সংবাদ