আবারও হার্ভার্ডের ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল যুক্তরাষ্ট্র

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত আরও ৬০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এর আগেও বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ ২২০ কোটি ডলারের বেশি অনুদান ও চুক্তিভিত্তিক অর্থ স্থগিত করা হয়েছিল। এসব সিদ্ধান্ত দেশটির উচ্চশিক্ষা খাতে মতপ্রকাশের স্বাধীনতা এবং সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে)  বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ (এইচএইচএস) ঘোষণা করেছে— তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া ফেডারেল অনুদান বাতিল করছে, যার পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন ডলার। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, “হার্ভার্ড বারবার অ্যান্টি-সেমিটিক (ইহুদিবিরোধী) হয়রানি এবং বর্ণবৈষম্যের অভিযোগ যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায়, তাদের বহু বছর মেয়াদি কয়েকটি অনুদান বাতিল করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন ডলার।”

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনও ধরনের বৈষম্য সহ্য করবে না এবং কেবল সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই ফেডারেল তহবিল দেওয়া হবে, যারা সব শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করে।

আরও পড়ুন: ছেলে হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদলের কর্মসূচিতে সাম্যের বাবা

এর আগে প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ২২০ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তির অর্থ স্থগিত করে। প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ এবং ডাইভার্সিটি, ইক্যুইটি ও ইনক্লুশন (ডিইআই) সংক্রান্ত কার্যক্রমই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ।

হার্ভার্ড ইতোমধ্যে এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, অর্থ বরাদ্দে বাধা দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এবং একটি ফেডারেল আইন লঙ্ঘনের শামিল, যেখানে প্রেসিডেন্টের আইআরএসকে অডিট বা তদন্ত শুরু বা বন্ধের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই বলে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ