দিল্লির কাছে জবাবদিহিতা চাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আল্টিমেটাম জুলাই ঐক্যের

১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

সাবেক সেনা সদস্য ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি গোষ্ঠী’ আখ্যা দিয়ে ভারত সরকারের দেওয়া বিবৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জুলাই ঐক্য। একই সঙ্গে এ মন্তব্যকে ভারতের ‘দেউলিয়াত্বের প্রমাণ’ আখ্যা দিয়ে অবিলম্বে দিল্লির কাছে জবাবদিহিতা চাওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সংগঠক এবি জুবায়ের এ দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রমুখ। 

এবি জুবায়ের বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে ‘চরমপন্থি গোষ্ঠীর আন্দোলন’ বলে উল্লেখ করে কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্রনীতির সীমা লঙ্ঘন করেছে। সাবেক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ও জুলাই যোদ্ধাদের এভাবে আখ্যায়িত করা ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ১৭ ডিসেম্বর পূর্বঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এতে সাবেক সেনা কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ কর্মসূচিকে ‘চরমপন্থি’ বলা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে মন্তব্য করে জুলাই ঐক্য।

তিনি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের চরমপন্থি আখ্যা দিয়ে হত্যাযোগ্য করার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সময় ভারতের ভূমিকা এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের আশ্রয় দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় এবি জুবায়ের ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৯ অনুযায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার দাবি জানায়। 

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতের বক্তব্যের জন্য জবাবদিহিতা নিশ্চিত না হলে ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ ও স্মারকলিপি দেবে জুলাই ঐক্য। পাশাপাশি ১৯ ডিসেম্বর চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে প্রতিবাদ মিছিল করা হবে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9