বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাদামাটা আয়োজন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাদামাটা আয়োজন

বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাদামাটা আয়োজন © টিডিসি সম্পাদিত

অত্যন্ত সাদামাটা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), যা নিয়ে তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায়  বিজয় র‌্যালি হয়। এ ছাড়া দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ দেখা যায়নি। অনুষ্ঠানে তেমন সাজসজ্জাও করা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী কাজ করেছে বলে উল্লেখ করেছেন তারা। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষোভ জানিয়েছে ছাত্রদল। প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে বলা হয়, ক্যাম্পাসে কোনো ধরনের আলোকসজ্জা কিংবা দৃশ্যমান আনুষ্ঠানিক উদযাপনের চিহ্ন পরিলক্ষিত হয়নি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন, এখানে কোনো আপস নেই, কোনো শিথিলতা নেই।

ইসলামী ছাত্র আন্দোলনের ববি শাখার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, পূর্বে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কারের আয়োজন করা হত। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতেন। শিক্ষার্থীদের দ্বারা সমালোচিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝাড়বাতি লাগাচ্ছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন সাদামাটা আয়োজন কোনোভাবেই কাম্য নয়; হতাশাজনক। কলেজেও এর থেকে ভাল জাঁকজমকপূর্ণ আয়োজন হয়।

এসব বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনগুলো কিভাবে আয়োজন করা হবে এ ব‍্যাপারে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি ১৬-১৭ই ডিসেম্বর আলোকসজ্জা করার জন‍্য সিদ্ধান্ত নিয়েছিল।

ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9