ড্যাফোডিলের সমাবর্তনে © টিডিসি ফটো
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৩তম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি ২০২৬ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভারে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনের পর থেকে শুরু করে ফল সেমিস্টার ২০২৫ পর্যন্ত সময়ে উত্তীর্ণ সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্র মতে জানা যায়, ১৩তম সমাবর্তনের সম্ভাব্য তারিখ জানুয়ারির শুরুর দুই সপ্তাহের মধ্যে হতে পারে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। ফি প্রদানের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পেমেন্ট পদ্ধতি, যেমন ১কার্ড অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে সরাসরি অ্যাকাউন্টস বিভাগে অর্থ জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল যোগ্য গ্র্যাজুয়েটদের অনুরোধ জানানো হয়েছে।
এবারের সমাবর্তনে একটি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ৭,০০০ টাকা এবং দুটি ভিন্ন ডিগ্রির জন্য ৯,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যাজুয়েটরা তাঁদের এই বিশেষ দিনে সর্বোচ্চ দুজন অতিথিকে সঙ্গে আনতে পারবেন, যার জন্য জনপ্রতি ১,০০০ টাকা হারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। এছাড়া, সুভেনির হিসেবে হুডিসহ ক্যাপ সংগ্রহ করতে চাইলে শিক্ষার্থীদের অতিরিক্ত ১,০০০ টাকা ফি জমা দিতে হবে, তবে এটি ঐচ্ছিক। অনলাইন রেজিস্ট্রেশন লিংক (http://convocation.daffodilvarsity.edu.bd) কিংবা ইমেইল (convocation2026@daffodilvarsity.edu.bd) – রেজিস্ট্রেশন বা সমাবর্তন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৮৮৬০৮৮৮৮৮, ০১৮৪৭২৭৫২৬, ০১৮৪৭০২৭৫৩৩ বা ০১৮৪৭১৭০০৩২ নম্বরে যোগাযোগ করা যাবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিগত সমাবর্তনগুলো দেশের শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালের ২২ মে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি ২০০৮ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সমাবর্তনেও সভাপতিত্ব করেন। ২০১১ সালের ৬ মার্চ আয়োজিত তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জনাব মো. জিল্লুর রহমান।
পরবর্তীতে, মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলোতে সভাপতিত্ব করেন তৎকালীন শিক্ষামন্ত্রীরা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি চতুর্থ, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি পঞ্চম, ২০১৭ সালের ১০ জানুয়ারি ষষ্ঠ এবং ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। এরপর ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি অষ্টম, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি নবম এবং ২০২১ সালের ৯ মার্চ দশম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়, যা একটি ভিন্ন মাত্রা পায় আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে। সেই সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের সাবেক রাষ্ট্রপতি ড. টনি ট্যান কেং ইয়াম। সর্বশেষ, ২০২৪ সালের ১০ মার্চ আয়োজিত দ্বাদশ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।