জবি ছাত্রদল নেতার জানাজা © টিডিসি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় পুরান ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাত ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কেন্দ্রীয় ছাত্রদল, ছাত্রশিবির ও ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও জবি ছাত্রশিবির নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম) ও সহকারী সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
তার সহপাঠী ড্যানি বলেন, আমার বন্ধু পবিত্র জুমার দিন মারা গেছেন, আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন।
ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান, আমাদেরকে সব সময় একটি ভালো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।আমরা সবাই মরহুমের জন্য দোয়া করবো।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, হাসিবের যে জুলাই আন্দোলনে যে আবদান তার জন্য আল্লাহ তাকে নাজাত দান করুন।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, হাসিব জুলাই আন্দোলনের অগ্রগণ্য সেনা ছিল। তার মৃত্যুতে দল মত সবাই শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: গাজায় পৌঁছাননি শহিদুল আলম, ভাইরাল ছবিটি এআই তৈরি
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাসিব আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের সবার অনেক প্রিয় ছিল। তার মৃত্য মেনে নিতে পারছি না,সে মতূ বরণ করেছে বিশ্বাস হচ্ছে না। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। সে জুলাই আন্দোলনে মিরপুরে সক্রিয় ছিল। জবি ক্যাম্পাসে আন্দোলন করলে পুলিশ ধরে নিবে, তাই এদিকে আন্দোলন করছি। হাসিবের বড় ভাই সবার আগে গণভবন দখলে গিয়েছিলেন। আমরা তাকে জকসুর জন্য ভেবে রেখেছিলাম কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেল।
নাজিমুদ্দিন আলম বলেন, হাসিব এতো তাড়াতাড়ি এতো ছেড়ে যাবে এটা আমাদের ধারণার বাইরে। তার পরিবারের সাথেও আমার সম্পর্ক ছিল। সে জুলাই আগস্টে মিরপুরে সক্রিয় ছিল। সে খুবই একটা ভালো ছিল। আল্লাহ তার পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করুন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমরা আজকে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের আমাদের জবি পরিবারের জন্য মেনে নেওয়া অনেক কঠিন। আমাদের ক্যাম্পাসে সব দল কে নিয়ে যে বাগান বানিয়ে ছিলাম, তার একটি ফুল আজ ঝরে পরে গেলো। তার কোনো আর্থিক লেনদেন থাকলে আমি নিজে তা সবাইকে দিয়ে দিবো। তার পরিবার কে এ শোক সহ্য করার শক্তি দিন।।
উল্লেখ্য, মৃত হাসিবুর রহমান জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা।