জুলাই শহীদ স্মরণে জবি শিবিরের বিতর্ক প্রতিযোগিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিতর্ক প্রতিযোগিতার ফেস্টুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিতর্ক প্রতিযোগিতার ফেস্টুন  © সংগৃহীত

জুলাই বিপ্লবে শহীদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। বিতর্ক হোক মুক্তির সোপান স্লোগানে ‘শহীদ সাজিদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতাটি’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১১ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, শুধু জবির বিভাগীয় দলই বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। দলের সকল সদস্যদের একই বিভাগের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। সকল বিতার্কিককে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। 

প্রাক নিবন্ধনের সময় ২৮ সেপ্টেম্বর ও চূড়ান্ত নিবন্ধন ৪ অক্টোবর পর্যন্ত। প্রাক নিবন্ধন ফর্ম এই লিংকে https://forms.gle/8EoZbwXtxhqdjXie9 পাওয়া যাবে। এশিয়ান সংসদীয় (বাংলা) ফরম্যাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: ছাত্রশিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে এজাহার দায়ের 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিতর্ক একটি অনন্য বাগশিল্প। যেমন শিল্পীর নিপুণ ছোঁয়ায় ক্যানভাসে ফুটে ওঠে জীবন্ত রূপ, তেমনি বিতার্কিকের যুক্তি ও বাকপটুতায় প্রকাশ পায় সত্যের আলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ সাজিদ ভাইয়ের স্মরণে আয়োজন করা হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

এখানে শিক্ষার্থীরা মুক্তভাবে তাদের চিন্তাধারা প্রকাশের সুযোগ পাবে, যেখানে কোমল শব্দে কঠিন যুক্তি মিলিয়ে সত্যকে উজ্জ্বলভাবে তুলে ধরা হবে। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য একটি যোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদের এই আয়োজন।’


সর্বশেষ সংবাদ