চাকসু নির্বাচন

‘শিবিরের প্রিয় দাসী’, ‘শিবিরের যৌন সাথী’ বলে প্যানেলের দুই নারী প্রার্থীকে সাইবার বুলিং

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের দুজন নারী প্রার্থীকে সাইবার বুলিং ও স্লাট-শেমিংয়ের করার অভিযোগ উঠেছে। তারা হলেন কেন্দ্রীয় সংসদে সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাকসুর প্রধান নির্বাচন কশিমনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ ভুক্তভোগী ওই দুই নারী প্রার্থী।

সম্প্রীতির শিক্ষার্থী জোটের ফেসবুকে পেজে জান্নাতুল আদনান নুসরাতের প্রচারের ছবিতে রায়হান খান নামের একজন মন্তব্য করেন, ‘শিবিরের প্রিয় দাসী।’

একই পেজে জান্নাতুল ফেরদাউস সানজিদার পোস্ট করা ছবিতে গল্প জীবনের আইডি থেকে মন্তব্য করা হয়, ‘জাহান্নামী খূর, শিবিরের যৌন সাথী।’ 

লিখিত অভিযোগপত্রে ভুক্তভোগীরা বলেন, ‘আসন্ন চাকসু নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সময়ে বিভিন্ন বট আইডি, ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে নানাবিধ মানহানিকর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষত সাইবার বুলিং, স্লাটশেমিং, ট্যাগিং ও ভুয়া ফ্রেমিংয়ের মাধ্যমে তাঁদেরকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ, অভিযুক্ত আইডি, পেজ ও প্রয়োজনীয় তথ্যাদি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করেছে ভুক্তভোগীরা। শরিফ মোহাম্মদ, মেহেদী হাসান, শরিফ, রোহান খান নামের আইডি থেকে বিশ্রী ভাষা ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তরুণ প্রজন্মকে যথাযথ কাজে লাগানো যায়নি

ভুক্তভোগীরা মনে করেন, ‘এই অমানবিক ও অনৈতিক কার্যক্রম কেবল নারী শিক্ষার্থীদের সম্মানহানিই ঘটাচ্ছে না, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে কলুষিত করছে। এর যথাযথ প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী দুই নারী প্রার্থী।’ 

অভিযোগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

এ বিষয়ে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমাদের প্যানেলের দুই নারী প্রার্থীকে তাদের ফেসবুক আইডির পোস্টে ও আমাদের পেজে তাদের নিয়ে বাজে ও নোংরা ভাষায় বিভিন্ন কমেন্ট করা হচ্ছে। এমন এমন অকথ্য ভাষায় কমেন্ট করা হচ্ছে, যেগুলো মুখে বলার মত না। নির্বাচন কমিশনারের কাছে নারীদের নিয়ে এসব সাইবার বুলিয়ের প্রতিকারের জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন এটার প্রতিকার করবেন।’

এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কশিমনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আমাদের নিকট তারা লিখিত ও মৌখিক অভিযোগ জমা দিয়েছে। আমরা নির্বাচনী আচরণবিধি অনুসারে এটির ব্যবস্থা নেব। অভিযুক্তকে যেহেতু এখনো চিহ্নিত করা যায়নি, সেহেতু অভিযুক্ত আইডি যদি কোনো প্রার্থীর হয়, তার জন্য এক ধরনের শাস্তি হবে এবং সাধারণ শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
শেষ পর্যন্ত গুগলের ওপরই ভরসা রাখল অ্যাপল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ তারকা ক্রিকেটারকে ভিসা দিতে …
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9