চাকসু নির্বাচন: ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত  ৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪ জন ও হল সংসদে ৫ জন। প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

এদিকে আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হলেও এটি আগামীকাল (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আগ্রহী প্রার্থীরা কালও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

আরিফুল হক সিদ্দিকী বলেন, আজ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের নাম ও পদ আগামীকাল একসঙ্গে জানানো হবে।

এদিকে ১২ অক্টোবরের নির্বাচন ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচন উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে।

অধিকাংশ প্রার্থী ও শিক্ষার্থী অনুরোধ জানিয়েছিলেন আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় খোলার পর নির্বাচনী প্রচারণার জন্য মাত্র তারা পাঁচ দিন সময় পাচ্ছেন। যেটি তাদের প্রচারণার জন্য অনেক কম। এ জন্য তারা আরও দুয়েক দিন বাড়াতে অনুরোধ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে চাকসু ও হল সংসদ নির্বাচনের সময় পেছানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

উল্লেখ্য, আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!