চাকসু নির্বাচন: ২০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ জনের বাতিল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুর ১১ জন ও হল সংসদের ৯ জন। এছাড়া তথ্যগত ভুলের কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া, তথ্যগত ভুল থাকায় ৪ জন প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ডোপ টেস্টে কোনো প্রার্থীর পজিটিভ ফলাফল আসলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে ১১ জন হলো- সহ সভাপতি (ভিপি), যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদগুলোতে একজন করে মোট সাতজন। এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দুইজন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে দুইজন রয়েছেন।
অন্যদিকে হল সংসদ থেকে মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন আলাওল হল ও শহীদ ফরহাদ হোসেন হলে থেকে দুজন ভিপি প্রার্থী, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে এজিএস, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে নির্বাহী সদস্য, বিজয়-২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, শাহজালাল হলে এজিএস, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদগুলোতে একজন করে মোট নয়জন।
উল্লেখ্য, চাকসু নির্বাচনে ভোটার মোট ২৭ হাজার ৬৩৪ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন ও নারী ১১ হাজার ৩২৯ জন। ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।