রবিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫’

২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ডা. আবুল কেনান

সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ডা. আবুল কেনান © সংগৃহীত

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে আগামী রবিবার (৩০ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৩৮তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২০২৫’। দেশ-বিদেশের দুই সহস্রাধিক অর্থোপেডিক্স বিশেষজ্ঞের অংশগ্রহণে অনুষ্ঠাতব্য এই সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব ডা. এরফানুল হক সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জাপানসহ দেশ-বিদেশের প্রায় দুই সহস্রাধিক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন।

ডা. এরফানুল হক সিদ্দিকী বলেন, দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং ১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই 

তিনি বলেন, আগামী সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রমুখ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অর্থপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কেনান বলেন, আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসাপাতালে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ পুনঃস্থাপন করা হয়ে থাকে, যা অনেকেই জানে না। আমরা সবাইকে জানাতে চাই যে, এই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবাইকে জানাবেন। বসকন সম্মেলনে এ নিয়ে আরো নতুন নতুন বিষয় উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।

বসকন-২০২৫ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দেশি বিদেশি অভিজ্ঞ সার্জনদের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হবে। এবারের বসকন সম্মেলনে ইতিমধ্যে প্রায় দেড় হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন। সম্মেলনের লক্ষ্য হচ্ছে অর্থপেডিক রোগীদের মানসম্মত সেবা দেওয়ার জন্য যা করণীয় সে বিষয়ে গুরুত্বারোপ করা। দেশি বিদেশি চিকিৎসকরা তাদের পরস্পরের অভিজ্ঞতা ও দক্ষতার বিনিময় করা হবে। এতে বাংলাদেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসকন-২০২৫ এর সাংগঠনিক কমিটির সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান, ডা. সিরাজুস সালেহীন, নিটোরের সহযোগী অধ্যাপক ডা. আলমগীর কবির জনি।

‘৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২৪ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার’
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যায় গ্রেপ্তার স…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাবেক আ.লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১৮ জানুয়ারি ২০২৬
তাপমাত্রা কমল আরও, শীত কি ফের বাড়ছে
  • ১৮ জানুয়ারি ২০২৬
গ্রামীণফোনে চাকরি, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাবিতে টাঙানো বিএনপির ব্যানার খুলে নেওয়ার আল্টিমেটাম জিএস আ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9