প্রস্টেট ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ কমবে, আশা জাগাচ্ছে দু’টি নতুন ওষুধ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:২৫ AM
প্রস্টেট ক্যান্সার জয় করতে নিত্যনতুন ওষুধ নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দু’টি নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল সাফল্যের মুখ দেখেছে বলে দাবি করা হয়েছে। ওষুধ দু’টির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এনজালুটামাইড এবং লিউপ্রোলাইড নামের এই দুটি ওষুধ প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। গবেষকেরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ওষুধ দু’টি নিয়ে পরীক্ষা চলছিল। হাজারের বেশি প্রস্টেট ক্যান্সার-ঝুঁকিপূর্ণ রোগীর ওপর তিন ধাপে এই ট্রায়াল পরিচালিত হয়।
অংশগ্রহণকারীদের তিন দলে ভাগ করে এক দলকে শুধু এনজালুটামাইড, আরেক দলকে শুধু লিউপ্রোলাইড এবং তৃতীয় দলকে দুই ওষুধের ‘কম্বিনেশন’ দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, যারা একসঙ্গে দুই ওষুধ সেবন করেছেন, তাদের প্রস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি ৭৮.৯ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা মৃত্যুঝুঁকি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে বলে ধারণা গবেষকদের।
গবেষণায় বলা হয়, এনজালুটামাইড হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং ক্যানসার কোষের বিভাজন ঠেকায়। অপরদিকে, লিউপ্রোলাইড হরমোন থেরাপিতে ব্যবহৃত হয়, যা হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণে রেখে অস্বাভাবিক কোষবৃদ্ধি বা টিউমার গঠনের ঝুঁকি কমায়। গবেষকেরা দাবি করেছেন, এই দুই ওষুধ একসঙ্গে প্রয়োগ করলে আলাদাভাবে নেওয়ার চেয়ে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, প্রস্টেট ক্যানসারের উপসর্গ অনেক সময় স্পষ্ট হয় না। তাই বয়স চল্লিশের পর থেকেই নিয়মিত কিছু পরীক্ষা করানো উচিত। এর মধ্যে রয়েছে আলট্রাসোনোগ্রাফি (ইউএসজি), হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট, এবং পিএসএ টেস্ট। এসব পরীক্ষায় বোঝা যায়, প্রস্টেট গ্রন্থির আকার অস্বাভাবিকভাবে বেড়েছে কি না বা রক্তে ক্যানসারের প্রোটিন মিশেছে কি না। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ওষুধ থেরাপি শুরু করে ক্যানসার কোষের বিস্তার রোধ করা সম্ভব হয়, ফলে নিরাময়ের সম্ভাবনাও বেড়ে যায়।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন, ‘প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাবের বেগ, বা রাতে বারবার প্রস্রাবের চাপ’ এসব উপসর্গকে সাধারণ সংক্রমণ বা ডায়াবেটিস ভেবে অবহেলা করা ঠিক নয়। অনেক সময় পিঠ, কোমর ও নিতম্বে দীর্ঘস্থায়ী ব্যথাও প্রস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
নতুন ওষুধ এনজালুটামাইড ও লিউপ্রোলাইডের সফল প্রয়োগ প্রস্টেট ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন গবেষকেরা।