স্বাস্থ্য মন্ত্রণালয়ের বন্ধ হওয়া অপারেশন প্ল্যানের শীর্ষ তিন পদ বিলুপ্ত

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেক্টর কর্মসূচির আওতায় পরিচালিত অপারেশন প্ল্যান বন্ধ হওয়ার এক বছর পর শীর্ষ তিনটি পদ বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত পদের ৯৫ কর্মকর্তাকে যথাযথ পদায়নের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগ (স্বাস্থ্য-৫ শাখা) থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য-৩ শাখার উপসচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর এতে সই করেছেন।

বিলুপ্ত হওয়া তিনটি পদ হল লাইন ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার। খোঁজ নিয়ে জানা গেছে, বিলুপ্তির আগে ৯ জন লাইন ডিরেক্টর, ২২ জন প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পদে ৬৪ জন কর্মরত ছিলেন।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অবসান হওয়ায় সেক্টর কর্মসূচির আওতায় অপারেশনাল প্ল্যান (ওপি) পরিচালনার সাথে সম্পর্কিত পদবী লাইন ডাইরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পদ বিলুপ্ত হওয়ার প্রেক্ষিতে বর্ণিত পদবী ব্যবহার থেকে বিরত থাকা এবং এই বিলুপ্ত পদসমূহে কর্মরত জনবলকে দ্রুত যথাযথ পদায়নের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিকাংশ কার্যক্রম অপারেশন প্ল্যানের (ওপি) আওতায় পরিচালনা করা হত। আর ওপি পরিচারিত হত সেক্টর কর্মসূচির আওতায়। ১৯৯৮ সালে শুরু হওয়ার পর এ পর্যন্ত চারটি সেক্টর কর্মসূচি নেওয়া হয়েছিল। চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুলাইয়ে। এ কর্মসূচির অধীনে মোট ৩৮টি অপারেশন প্ল্যান পরিচালনা করা হত। শেষ সময়ে আওয়ামী লীগ সরকার সেক্টর কর্মসূচি নিয়ে কোনো পরিকল্পনা না করলেও, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর স্বাস্থ্যখাত পরিচালনার এ প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অপারেশন প্ল্যানভিত্তিক ব্যবস্থা থেকে বেরিয়ে সরকারের আর্থিক সামর্থ্য, নাগরিকের প্রয়োজন ও অগ্রাধিকারের আলোকে ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য খাত। এ লক্ষ্যে ইতোমধ্যেই দুই বছরের ট্রানজিশন প্ল্যান নেওয়া হয়েছে, যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। এ সময়ে সেক্টর কর্মসূচি বন্ধ থাকায় সৃষ্ট গতিহীনতা পূরণ করা হবে।

উল্লেখ্য, সেক্টর কর্মসূচি ও ওপি কার্যক্রম বন্ধ থাকায় নানা স্বাস্থ্যসেবা কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ৩৮ অপারেশন প্ল্যানের চিকিৎসকসহ প্রায় ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায় পড়েছে। এক বছরের বেশি সময় ধরে বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। সর্বশেষ ওপির শীর্ষ তিন পদ বিলুপ্তির আদেশ দেওয়া হল।

ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!