গ্রামের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কোলাবের ‘হিরো’ ক্যাম্পেইন শুরু  

২৮ জুলাই ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
কানেক্টিং কমিউনিটিজ থ্রো কমিউনিকেশনের (কোলাব) উদ্যোগে হিরো প্রকল্প

কানেক্টিং কমিউনিটিজ থ্রো কমিউনিকেশনের (কোলাব) উদ্যোগে হিরো প্রকল্প © টিডিসি

দেশের গ্রামীণ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে টেকসই হ্যান্ড হাইজিন এবং মৌলিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে হাইজেন এডুকেশন রিচেস আউট (হিরো) প্রকল্প। রবিবার (২৭ জুলাই) বাগেরহাটের সায়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়াশ উপকরণ’ বিতরণের মাধ্যমে ছয় মাসব্যাপী এই কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংস্থা কানেক্টিং কমিউনিটিজ থ্রো কমিউনিকেশনের (কোলাব) উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এটি একটি পাইলট কর্মসূচি বলে জানিয়েছেন কোলাবের সহ-প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদ বিন আনিস।

এ বিষয়ে তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে শিশু, তাদের পরিবার এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যবিষয়ক স্থায়ী আচরণগত পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব মিডিয়া অ্যান্ড স্ট্রেটেজিক কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সালমান শাকিল। তিনি বলেন, সামাজিক বিপণন পদ্ধতির মাধ্যমে টেকসই স্বাস্থ্য উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। এই উদ্যোগটি একটি কার্যকর মডেল হিসেবে প্রমাণিত হলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বড় পরিসরে বাস্তবায়নের পথ খুলে যাবে।

তিনি আরও জানান, এই ছয় মাসে শিক্ষার্থীদের মধ্যে ওয়াশ পণ্য সরবরাহ করা হবে এবং এটি শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় জনগণের ওপর কী প্রভাব ফেলছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রকল্পটি শুরুতে সীমিত পরিসরে চালু হলেও ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে বিনামূল্যে হ্যান্ডওয়াশ সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রায় ১,০০০ পরিবারে স্বাস্থ্য-সচেতনতামূলক যোগাযোগ উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে মৌলিক স্বাস্থ্য শিক্ষার প্রচার চালানো হবে।

উদ্বোধনী দিনের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক তুলিপ বিশ্বাস, মো. নাজমুল হুদা, রুপা বাড়ই, শাওন দাস এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।

 

‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫