চাঁদপুরে ঈদের আনন্দ বাড়াতে এতিম শিশুদের পাশে জসিম ও সেলিম

০৬ জুন ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
এতিম শিশুরা

এতিম শিশুরা © টিডিসি ফটো

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় একটি বড় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদকে সামনে রেখে সকলেই চেষ্টা করে পরিবার পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে। একটি পরিবারে ঈদের আনন্দ সবচাইতে বেশি উপভোগ করে শিশু-কিশোররা। নতুন নতুন পোশাক কেনা থেকে শুরু করে সহপাঠীদের নিয়ে ঈদ আনন্দ উদযাপন করে। আর তাদের আনন্দ দেখেই পরিবারের লোকজনদের আনন্দ আরো বেড়ে যায়। 

 

অপরদিকে সমাজের চারপাশে এমন অনেক এতিম, অসহায় শিশু-কিশোর রয়েছে যাদের কাছে ঈদের এই দিনটাতে আনন্দ উপভোগটা অন্যান্য দিনের মতই কষ্টের ও বেদনার হয়ে থাকে। ঈদের আনন্দ উপভোগ করাতো দূরের কথা, ঈদের দিনেও তারা প্রতিদিনের মতই দু'বেলার খাবার জোগাতে হিমশিম খেয়ে থাকে। আর সেইসব শিশুদের কথা চিন্তা করে চাঁদপুর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ঈদের আনন্দ দ্বিগুন করে তুলতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ ও ইয়র্ক ফ্যাশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো. সেলিম খান। 

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব এতিম শিশুদের জন্যে চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির স্বত্বাধিকারী মো. জসিম শেখ ৫০ হাজার ও ইয়র্ক ফ্যাশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো. সেলিম খান ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরো ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

 

জসিম উদ্দিন শেখ বলেন, আসলে এসব শিশুরা অভিভাবকহীন এতিম ও অসহায়। অন্তত ঈদের দিন যেন তারা বুঝতে না পারে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, অনন্ত একটি দিন তারা আনন্দ ও খুশিতে কাটাতে পারে তার জন্যেই আমার এই ক্ষুদ্র একটি প্রয়াস।

 

মো. সেলিম খান বঅলেন, আসলে আমি কিছু করি না, যত টুকু করা দরকার সম্ভব হয়ে উঠে না । চেষ্টা করি এ ধরণের সামাজিক বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে। এতিম শিশুদের পাশে থাকতে পেরে ভাল লাগছে। এতটুকুই। 

 

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আসলে পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা কত কিছুই না করি। এত কিছু করেও মনে হয় যেন ঈদের আনন্দ আরো একটু করতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের সমাজের চারপাশে অনেক এতিম, অসহায় রয়েছেন তারা আমাদের মত পরিবার নিয়ে ঈদের আনন্দ করা দূরে থাক, তাদের কাছে ঈদের দিনটা অন্যান্য দিনের মতই স্বাভাবিক দিনের মতই কষ্টের হয়ে থাকে। 

 

ডিসি সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের আনন্দকে বাড়াতে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ ও ইয়র্ক ফ্যাশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো. সেলিম খান সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজের অনেক বিত্তবান রয়েছেন, তারা যদি উনাদের মত এইসব এতিম শিশুদের ঈদের আনন্দ বাড়াতে এগিয়ে আসে তাহলে এসব শিশুরাও বড় হয়ে তাদের মত করে একদিন সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোর মনোভাব বৃদ্ধি পাবে। 

 

সরকারি শিশু পরিবারে সূত্রে জানা যায়, বর্তমানে জেলা শিশু পরিবারে প্রায় শতাধিক শিশু রয়েছে, যারা সকলেই এতিম।

 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9