দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে, সতর্ক বার্তা স্বাস্থ্য অধিদপ্তরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:২০ PM
দেশে আবারও ধীরে ধীরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ সংক্রমণ এবং পরীক্ষার সংখ্যায় উভয় ক্ষেত্রেই বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত দেশে মোট ল্যাব টেস্ট করা হয়েছে ১৫ কোটি ৭ লাখ ১৭ হাজার ৮৩৩ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭০৪ জনে এবং মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৬ জন।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত (২০ জুন পর্যন্ত) দেশে কোভিড পরীক্ষার সংখ্যা ৪ হাজার ২৩৭ জন। এই সময়ের মধ্যে ৩৬১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এবং ৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: শাস্তি প্রত্যাহার শুরু, ক্লাসে ফিরছেন ইউআইইউ শিক্ষার্থীরা
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৩৮৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। শনাক্তের হার ৭.৩১%। তবে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে করোনাভাইরাস প্রতিরোধে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। যেমন- প্রয়োজনমতো সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ না করা এবং হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইসব নিয়ম মেনে চললেই সংক্রমণ অনেকাংশে কমানো সম্ভব। করোনার নতুন ঢেউ রোধে ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক দায়িত্বশীলতাও জরুরি।