সরকারি মেডিকেলে সেবা মিলবে বিকাল ৫টা পর্যন্ত, প্রস্তাব স্বাস্থ্য কমিশনের

০৬ মে ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু রাখার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে, চিকিৎসা ব্যয় কমবে এবং বেসরকারি চিকিৎসার উপর নির্ভরতাও কমবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সূচি সপ্তাহে পাঁচদিন কার্যকর থাকবে।

সোমবার (৫ এপ্রিল) জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে গঠিত ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ তাদের প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

এসময় স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জটিলতা ও অসংগতি দূর করতে একটি সংস্কার প্রতিবেদনে মোট ৩২টি সুপারিশ তুলে ধরা হয়। এতে সরকারি হাসপাতালের সেবা বিকেল ৫টা পর্যন্ত চালু রাখা, বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবার নির্ধারিত মূল্য নির্ধারণ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ সীমিত করা, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামাল উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। পাশাপাশি একটি স্বতন্ত্র স্বাস্থ্য সেবা কাঠামো গঠনের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: নারী স্বাস্থ্য নিয়ে যা জানালেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন

সংশ্লিষ্টদের মতে, এসব সুপারিশ বাস্তবায়নে সময় লাগতে পারে প্রায় দুই বছর। তারা মনে করছেন, দীর্ঘদিনের পুরোনো সমস্যা সমাধানে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে স্বাস্থ্য খাতের জন্য একটি যুগান্তকারী অগ্রগতি।

প্রসঙ্গত, দেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর, জনমুখী, সহজলভ্য ও সবার জন্য সমভাবে প্রযোজ্য করে গড়ে তুলতে বহুমাত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে। নানা সময়ে বিভিন্ন সমস্যার কথা উঠে এলেও তা সমাধানে কাঠামোগত উদ্যোগের ঘাটতি ছিল। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ২০২৪ সালের ১৮ নভেম্বর একটি বড় পদক্ষেপ হিসেবে ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ গঠন করে। কমিশনের মূল লক্ষ্য ছিল দেশের স্বাস্থ্যব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ চিহ্নিত করে একটি দীর্ঘমেয়াদি, টেকসই ও বাস্তবভিত্তিক সংস্কার প্রস্তাবনা তৈরি করা।

যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9