পরীক্ষার হলে শ্বাসকষ্ট, ৯ স্কুলছাত্রী হাসপাতালে

১৩ জুন ২০২২, ১০:৫২ PM
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি © সংগৃহীত

পরীক্ষা চলাকালে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সব শিক্ষার্থী দশম শ্রেণির। বর্তমানে তারা হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

প্রধান শিক্ষক জলিলুর রহমান জানান, সোমবার (১৩ জুন) দুপুর ১টায় অসুস্থ ছাত্রীদের স্কুল পরীক্ষা শুরু হয়। পরীক্ষার মধ্যভাগে তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে আরও ছয় ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকেও বাড়ি পাঠানো হয়।

তিনি আরও জানান, কিন্তু বাড়িতে যাওয়ার পর সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং হাত-পা বেঁকে যাচ্ছিল। এ অবস্থা দেখে বিকালে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নাভিদ নূর ইভান বলেন, অসুস্থ ছাত্রীরা ভালো ‍আছে। তাদের চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে ঘাম বের হওয়ায় লবণশূন্যতা দেখা দেওয়ায় ‍ছাত্রীদের ‍এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬