বিধিনিষেধের মেয়াদ আর বাড়ছে না

বিধিনিষেধের মেয়াদ আর বাড়ছে না
বিধিনিষেধের মেয়াদ আর বাড়ছে না  © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে চলমান বিধিনিষেধ তুলে নেওয়া হবে। তবে নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত নির্দেশনা কার্যকর থাকবে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব তথ্য জানিয়েছেন।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খুরশীদ আলম। এসময় তিনি নতুন করে আর বিধিনিষেধ দেয়া হবে না বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: করোনায় মৃত্যু বাড়ল, আক্রান্ত ৮৩৫৯

অধ্যাপক খুরশীদ আলম বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধিনিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো।

তিনি জানান, ‘‘নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। এছাড়া আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।’’

এর আগে, গত বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ একাধিক নির্দেশনার কথা জানানো হয়।

আরও পড়ুন: কওমি শিক্ষার্থীরা টিকা পাবেন কাল থেকে

এদিকে, দেশে গেল কয়েকদিনে তুলনামূলকভাবে করোনা শনাক্তের হার কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যাটা ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।

দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এ ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence