করোনায় আরও ৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে  © সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪জন। এ নিয়ে করোনায় মোট ২৮ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।  রবিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর এই তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ব্যাক্তিদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের আর বাকি একজন রাজশাহী বিভাগের বলে জানা গেছে। এদের মধ্যে একজন পুরুষ ছাড়া বাকি সবাই নারী।

আরও পড়ুন: করোনার চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৮ জন করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা শনাক্ত হয়েছেন মোট ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ২৪৭ জন।  এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন। এতে সুস্থতার হার শতকরা ৯৭ দশমিক ৭৪।

এদিকে, দেশে করোনায় আক্রান্ত হয়ে শতকরা মৃত্যুর হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭ ।

আরও পড়ুন: ওমিক্রনে বর্তমান টিকাই দেবে কার্যকর সুরক্ষা

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭২জনের। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার ১ দশমিক ৫৭।

উল্লেখ্য, গত বছরের মার্চের ৮ তারিখে দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় । এর সপ্তাহখানেক পরে দেশে কারোনায় আক্রান্ত হয়ে প্রথম কোন ব্যাক্তির মৃত্যু হয়। এরপর এ বছরের ৫ ও ১০ আগস্টে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে।


সর্বশেষ সংবাদ