শিক্ষার্থীদের টিকাদানে ধীরগতি এসেছে: স্বাস্থ্য অধিদফতর

২২ ডিসেম্বর ২০২১, ১১:৫৩ PM
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের করোনার টিকাদানে কিছুটা ধীরগতি এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অধিদফতর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নির্ভর করে স্কুলে তাদের উপস্থিতির ওপর। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। তবে, স্কুলগুলোতে বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে। এ কারণে গতি একটু কমেছে। তাছাড়া স্কুলে সপ্তাহের প্রতিদিনই শিক্ষার্থীদের পাঠদান করা হয় না, সে কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও কম থাকে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তারা যদি স্কুলগুলোকে আরেকটু গুছিয়ে নিতে পারে, তাহলে ধীরগতি কাটিয়ে ওঠা সম্ভব।

দেশে এ পর্যন্ত ২৩ লাখ ১৪ হাজার ৭৫০ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে দুই লাখ ৯০ হাজার ৫২৯ জন। এর মধ্যে মঙ্গলবার দেওয়া হয়েছে এক লাখ ৫৮ হাজার ৯৮৩ ডোজ টিকা।

শিক্ষার্থীসহ এ পর্যন্ত দেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে ছয় কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮০১ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন চার কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৪২৫ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর থেকে শিক্ষার্থীদের টিকাদানে ধীরগতি নিয়ে আলোচনা-সমালোচনা চলতে থাকে।  

হাদির ছেলে ফিরনাসকে যুক্তরাজ্যে নিতে চান মেজ ভাই শরীফ ওমর, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ইবির বৈষম্যবিরোধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পানি বিলের ভুতুড়ে সমস্যা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে …
  • ২৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় ফাতিহা আয়াতসহ যে ১০ জন জয়…
  • ২৪ জানুয়ারি ২০২৬