বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই: ডা. সেব্রিনা ফ্লোরা

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা  © সংগৃহীত

করোনা টিকার বুস্টার ডোজ নিতে নতুন করে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন: রাস্তায় শুয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ 

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, সুরক্ষা অ্যাপস এর সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে খুব শীঘ্রই সারাদেশে ২য় ডোজ নেওয়া মানুষের কাছে বুস্টার ডোজের জন্য এসএমএস চলে যাবে। বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দিবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওই কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ টিকা দেয়া হয়।

আরও পড়ুন: ক্যাম্পাসে ক্যাম্পাসে ছুটি বাতিল, ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা

স্বাস্থ্য অধিদফতর সূত্র থেকে জানা গেছে, বুস্টার ডোজ হিসেবে ফাইজারকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, এ বিষয়টি বিবেচনায় নিয়েই স্বাস্থ্য অধিদফতর ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেশে টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি কোভিশিল্ড দিয়ে। এই টিকাই দেশে বেশি মানুষকে দেওয়া হয়েছে। তাদেরও ফাইজারের টিকা দিয়েই বুস্টার দেওয়া হবে।

আরও পড়ুন: ৯ ব্যাংকে অফিসার নেবে ১৭৬৩ জন 

এর আগে গত রবিবার (১৯ ডিসেম্বর) থেকে দেশে শুরু হয়েছে করোনাভাইরাস নিয়ন্ত্রণে বুস্টার ডোজ। প্রথমে সম্মুখসারির ব্যক্তিদের (চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তি) বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence