অক্টোবরে বঙ্গভ্যাক্সের হিউম্যান ট্রায়াল করতে চায় গ্লোব

১৪ আগস্ট ২০২১, ০৭:৪৪ PM
বঙ্গভ্যাক্স

বঙ্গভ্যাক্স © ফাইল ছবি

বাংলাদেশে উৎপাদিত করোনার টিকা বঙ্গভ্যাক্স আগামী অক্টোবরে মানবদেহে প্রয়োগ করতে চায় গ্লোব বায়োটেক। ইতোমধ্যে বানরের ওপর প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। শনিবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বানরের ওপর ট্রায়াল শেষ হবে আগামী সেপ্টেম্বরে। অক্টোবরে আমাদের হিউম্যান ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বানরের ওপর আমাদের ট্রায়াল এখনো শেষ হয়নি। ইঁদুরের ওপর ৯৫ শতাংশের ওপর কার্যকর ছিল, আমাদের ধারণা বানরের ওপরও ভালো ফলাফল পাব। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) জানিয়েছে, মানবদেহে প্রয়োগের আগে বানরের দেহে ট্রায়াল সম্পন্ন করতে হবে। তারা শর্ত দিয়েছিল আগে বানরেরটা করতে হবে। সেটার রিপোর্ট জমা দিলেই তারা মানবদেহে প্রয়োগের অনুমতি দেবে। প্রতিষ্ঠানটি জানায়, আগস্ট মাসে ৫৬টি বানরের ওপর অ্যানিমেল ট্রায়াল শুরু হয়।

এর আগে গত ২৬ জুলাই গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান রেজিস্ট্রি ডাক ও সংশ্লিষ্টদের ই-মেইলে নোটিশটি পাঠান।

করোনাভাইরাসের সম্ভাব্য টিকা ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়াল বা মান বদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদনের জন্য চলতি বছরের জানুয়ারিতে আবেদন জমা দেয়া হয়। পরে বিএমআরসির চাহিদা অনুযায়ী, তথ্য-উপাত্ত যোগ করে ফেব্রুয়ারিতে সংশোধিত আবেদন জমা দেয় গ্লোব বায়োটেক।

ট্যাগ: করোনা
আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
  • ২৫ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশকনিধন কর্মসূচি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬